RAM-Admissions-Eligibility-selection-criteria-India

যোগ্যতা ও
নির্বাচনের শর্ত:

RAM-এ যে কোনো পাঠ্যক্রমে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ১৮ বছরের ওপরে হতে হবে এবং চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থাকতে হবে।

কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ব্যাপার নেই।

এই বিশেষভাবে সাজানো পাঠ্যক্রম পড়ানোর জন্য ই-লার্নিং প্রযুক্তি ব্যবহৃত হবে। বিভিন্ন বিষয়ের ওপর বিশদে ব্যাখ্যা করা অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অ্যাসাইনমেন্ট ও প্রশিক্ষণের কাজও থাকবে। যত্ন করে সাজানো প্রতিটি মডিউলের ব্যাপারে ছাত্রদের করা প্রশ্নের উত্তর অনলাইনেই দেওয়া হবে। এটি শিখনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে চলেছে।

নিজের কাজের প্রতি ভালোবাসা থাকলে আপনি সঠিক পথে চলবেন। আমরা আপনার চলচ্চিত্র নির্মাণের স্বপ্নে শিল্পস্বরূপ ডানা যোগ করতে পারি, যার ফলে আপনার উড়ান শুরু হবে।

RAM-free-online-training-for-filmmaking-eligibility-India