রামোজি অ্যাকাডেমি অফ মুভিজ-এর প্রকাশনা বিভাগ প্রতিভাবান লেখকদের কাজ বিশ্বের কাছে পেশ করার সুযোগ করে দেবে। এই প্রক্রিয়ায় তাঁরা পেশাদার লেখকের তকমা পেতে পারবেন।
আপনি কি কথা সাহিত্যিক ?
প্রকাশ ও প্রচারনার শর্তাবলীতে রাজি হলে এই বিভাগ গল্প/উপন্যাস প্রকাশে সাহায্য করবে। এর মাধ্যমে লেখকের সঙ্গে সমন্বয় প্রতিষ্ঠিত হবে এবং অনলাইন বিতরণের মাধ্যমে বইটি পাঠকমহলের কাছে পৌঁছে যাবে।
স্বচ্ছতা
লেখকের প্রাপ্ত অর্থ সংক্রান্ত ব্যাপারও খুবই সহজ। অব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি এই বিভাগ সম্পূর্ণ স্বচ্ছভাবে বিষয়টি পরিচালনা করবে। বই বিক্রি থেকে প্রাপ্ত অর্থের মধ্যে প্রকাশ, প্রচার ও আনুষঙ্গিক খরচ বাদ দেওয়ার পর মোট প্রাপ্ত অর্থের বেশিরভাগটাই যাতে লেখক যথাসময়ে পান, সে ব্যাপারে নজর রাখা হবে।
সাতটি ভারতীয় ভাষায় প্রকাশিতব্য
আমাদের ভাষাগত এবং সংস্কৃতিগত বৈচিত্রের ব্যাপারে এই বিভাগ যথেষ্ট ওয়াকিবহাল। যে গল্প আজও সকলের অলক্ষে পড়ে আছে, তা তুলে আনার প্রতি এদের নজর রয়েছে। এই বিভাগ বিভিন্ন ভারতীয় প্রাদেশিক ভাষা, যথা: হিন্দি, বাংলা, মারাঠি, তেলুগু, তামিল, কানাড়া এবং মালয়ালম-এ সমসাময়িক সমাজের বিভিন্ন বিষয় নিয়ে নানা কাহিনি প্রকাশ করবে। এর মাধ্যমে আমাদের জাতিগত ও প্রাদেশিক বৈচিত্রেরও মিলন ঘটানো সম্ভব হবে।প্রকাশনা বিভাগের মূল উদ্দেশ্য হল জনমানসে বিভিন্ন সাহিত্যপাঠের প্রবণতা বাড়িয়ে তোলা।
আপনার কাহিনীকে রূপদান করুন,
এখনই সেরা সময়
আপনার বই প্রকাশিত হোক আমাদের হাত ধরে।