গল্প বলার এক মজার এবং চিরনবীন রূপ হল শর্ট ফিল্ম। একে চলচ্চিত্রজগতের খুঁটি বলা চলে। কম খরচের প্রযুক্তি এবং সহজলভ্য হওয়ায় যে কারওর ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলার জন্য এ এক ভারি উপযুক্ত পথ।
সৃষ্টিশীল মানুষরা অনেকেই শর্ট ফিল্মকে সাদরে জায়গা করে দিচ্ছেন। ডিজিটাল যুগ এবং সোশ্যাল মিডিয়ার বিপ্লবের ফলে চলচ্চিত্রপ্রেমীদের জন্য নতুন করে বহু সুযোগের জায়গা তৈরি হচ্ছে। তাদের মনের ভাব প্রকাশের জন্য একটা সংঘ প্রয়োজন, অভিবাদনের জন্য মঞ্চ প্রয়োজন, আর প্রয়োজন একটু পিঠ চাপড়ানি।
প্রতিভাবানদের নিজেদের সেরা সৃষ্টি পেশ করা এবং কাজের সূক্ষ্মতা বোঝানোর মঞ্চই হল রামোজি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (RSF)। কল্পনার সলতেয় আগুন জ্বালিয়ে এই প্রতিযোগিতার মাধ্যমে আত্মপ্রকাশ ও আত্মবিশ্লেষণের সুযোগ করে দেবে এই চলচ্চিত্র উৎসব।
RAM আয়োজিত চলচ্চিত্র উৎসবের একটা অংশ হল রামোজি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। নিম্নোক্ত ভাষায় নির্মিত শর্ট ফিল্মের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত থাকবে – হিন্দি, বাংলা, মারাঠি, তেলুগু, তামিল, কানাড়া, মালয়ালম। গল্পের নতুনত্ব এবং স্থানীয় মোড়কে বিশ্বায়নের রূপায়নকে RSF সর্বদাই উজ্জীবিত করবে।