RAM এমন এক জায়গা, যেখান থেকে পরবর্তী প্রজন্মের বিনোদন জগতের বিভিন্ন পেশাদার মানুষরা উঠে আসবেন। এখানে যে কেউ বিনামূল্যে অনলাইন পাঠ্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ, পরিচালনা, চিত্রনাট্য রচনা, অভিনয় ও প্রযোজনার ব্যাপারে প্রশিক্ষণ নিতে পারবেন।
যাঁরা চলচ্চিত্র নির্মাণে ইচ্ছুক, RAM তাঁদের সে বিষয়ে সবিস্তারে ব্যাখ্যা করে তাঁদের পছন্দের শিল্পের জগতে পা রাখার জন্য তৈরি করে তুলবে। RAM-এর উদ্দেশ্য হল চলচ্চিত্রের কাজের জন্য ইংরেজির পাশাপাশি হিন্দি, বাংলা, মারাঠি, তেলুগু, কানাড়া, তামিল ও মালয়ালম ভাষায় বিশ্বমানের অনলাইন পাঠ্যক্রম প্রদান করা।
RAM হায়দ্রাবাদ-নির্ভর বহুমুখী কর্পোরেট সংস্থা রামোজি গ্রুপের একটি অংশ। এই সংস্থাটি গত ৬০ বছর ধরে প্রাতিষ্ঠানিক বৃদ্ধি ও সম্প্রসারণের কারণে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য শিল্প মানদণ্ড প্রতিষ্ঠা করেছে এবং তাদের দূরদর্শিতা ও আদর্শের জন্য যথেষ্ট সুনাম অর্জন করেছে।
উদ্ভাবন শক্তিকে কেন্দ্রবিন্দু করে প্রোডাক্ট এবং সার্ভিসেসসর্বস্ব এই গ্রুপ মিডিয়া ও বিনোদন, চলচ্চিত্র প্রযোজনা, প্রিন্ট, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া, এফএম রেডিও, হসপিটালিটি, রিটেল, ফুড, ফিনান্সিয়াল সার্ভিস, থিমনির্ভর পর্যটন, বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের পরিকাঠামোসহ বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিও কমপ্লেক্স (রামোজি ফিল্ম সিটি), চলচ্চিত্র সংক্রান্ত পড়াশোনার কেন্দ্র এবং ওয়েলনেস সংক্রান্ত সুবিধার ক্ষেত্রে অগ্রগণ্য সংস্থা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।
RAM কৃষ্টির উৎকর্ষ সৃষ্টি করবে, এবং নানা জায়গায় কাজের সুযোগের সম্ভাবনা তৈরি করতে সাহায্য করবে। এই প্রতিষ্ঠানটি সারা দেশে প্রতিভা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার সর্বোত্তম অনুশীলনের দৃষ্টান্ত স্থাপনের প্রতি দায়বদ্ধ।
RAM প্রতিযোগিতা – প্রতিভাবানদের জন্য মঞ্চ
RAM চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে রামোজি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করে প্রতিভাবান চলচ্চিত্রনির্মাতাদের অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাবে। এর মাধ্যমে তাঁরা আত্মবিকাশের মঞ্চ পাবেন। RAM-এর বিশ্বাস, প্রতিযোগিতা কেবলমাত্র প্রতিযোগিদের শিল্পের সঙ্গে যোগাযোগ বাড়াবে না, বরং সৃষ্টি ও কৃষ্টির উদ্দীপনা বাড়িয়ে তুলবে।
যাঁরা চলচ্চিত্র নির্মাণে আগ্রহী, তাদের সকলের কাছে পৌঁছে যাওয়াই RAM-এর উদ্দেশ্য। চলচ্চিত্র নির্মাণ বিষয়ক এই অনলাইন পাঠ্যক্রম সেই উদ্দেশ্যের প্রতি নিবেদন এবং প্রতিশ্রুতিবদ্ধতারউদাহরণ।
" ‘ফিল্মমেকিং’ অনেক জীবনকাল বেঁচে থাকার সুযোগ করে দেয় "