রামোজি গ্রুপ — স্বতন্ত্রতার ইচ্ছেডানা

রামোজি গ্রুপ হায়দ্রাবাদ-নির্ভর বহুমুখী কর্পোরেট সংস্থা। এই সংস্থাটি গত ৬০ বছর ধরে প্রাতিষ্ঠানিক বৃদ্ধি ও সম্প্রসারণের কারণে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য শিল্প মানদণ্ড প্রতিষ্ঠা করেছে এবং তাদের দূরদর্শিতা ও আদর্শের জন্য যথেষ্ট সুনাম অর্জন করেছে। উদ্ভাবন শক্তিকে কেন্দ্রবিন্দু করে প্রোডাক্ট এবং সার্ভিসেসসর্বস্ব এই গ্রুপ মিডিয়া ও বিনোদন, চলচ্চিত্র প্রযোজনা, প্রিন্ট, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া, এফএম রেডিও, হসপিটালিটি, রিটেল, ফুড, ফিনান্সিয়াল সার্ভিস, থিমনির্ভর পর্যটন, বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের পরিকাঠামোসহ বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিও কমপ্লেক্স (রামোজি ফিল্ম সিটি), চলচ্চিত্র সংক্রান্ত পড়াশোনার কেন্দ্র এবং ওয়েলনেস সংক্রান্ত সুবিধার ক্ষেত্রে অগ্রগণ্য সংস্থা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।

RAM-Ramoji-Group-world-of-cinema-ushakiron-Movies-India

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী রামোজি ফিল্ম সিটি বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিও কমপ্লেক্স। বিশ্বমানের পরিকাঠামো ছাড়াও স্থান সংকুলান, শুটিংয়ের জন্য তৈরি সেট, প্রোডাকশনের সুবিধা ও আরও নানা সুযোগ-সুবিধে এখানে উপলব্ধ। আজ অবধি ২৬০০-এরও বেশি ছবির শুটিং এখানে হয়েছে। রামোজি ফিল্ম সিটি খুবই পরিচিত পর্যটন কেন্দ্রও বটে। সে জন্য এখানে বেশ কিছু থিম-নির্ভর আকর্ষণ রয়েছে। স্টুডিও ট্যুর, ইকো ট্যুর, পাখিরালয়, প্রজাপতি উদ্যান, দৈনিক লাইভ শো, রুদ্ধশ্বাস স্টান্টের খেলা, মজার রাইড, ফুড কোর্ট, বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার সুবিধের পাশাপাশি অন্যতম সেরা হোটেলে বিভিন্ন খরচে থাকার ব্যবস্থাও রয়েছে।

Ramoji-Group-quality-driven-entertainment

এই গ্রুপ ইটিভি টেলিভিশন চ্যানেলের নেটওয়ার্ক পরিচালনা করে – তার মধ্যে বিভিন্ন ভারতীয় ভাষায় ছোটদের জন্য রয়েছে ইটিভি বাল ভারত। ছোটদের জন্য আদর্শ মঞ্চ হওয়ার পাশাপাশি এই চ্যানেলগুলোয় একই সঙ্গে মিশে রয়েছে মজা, বিনোদন, জ্ঞান ও তথ্য সংক্রান্ত বিষয়। তেলুগু ভাষায় অনলাইন স্ট্রিমিং উদ্যোগ ইটিভি উইন-এ ঠাসা রয়েছে ধারাবাহিক, চলচ্চিত্র, রিয়্যালিটি শো ও আরও নানা ধরনের অনুষ্ঠান। সাবস্ক্রিপশনের ভিত্তিতে এই অনুষ্ঠানগুলি দেখা যায়।

RAM-Ramoji-Group-Print-broadcast-digital-media-India

উদাহরণস্বরূপ বৃহত্তম গ্রাহকগোষ্ঠীসমৃদ্ধ জনপ্রিয় তেলুগু সংবাদপত্র ‘ইনাডু’ বা স্থানীয় খবর, মায় বিদেশের খবরও সম্প্রচার করার জন্য ইটিভি অন্ধ্রপ্রদেশ, ইটিভি তেলেঙ্গানার মতো বেশ কিছু স্যাটেলাইট-নির্ভর খবরের চ্যানেলের কথা বলা যেতে পারে। এই গ্রুপের সাম্প্রতিকতম ডিজিটাল উদ্যোগ হল ইটিভি ভারত, যা ইংরেজি এবং বারোটি প্রধান ভারতীয় ভাষায় সম্প্রচারিত হয় এবং নির্দিষ্ট পোর্টাল ও অ্যাপের মাধ্যমে ২৮-টি ভারতীয় রাজ্যের খবর তুলে ধরে।

RAM-Ramoji-Group-Hyderabad-telangana-India

মানুষের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করে ডলফিন হোটেলস অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগ ও হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে বেশ কয়েকটি হোটেল পরিচালনা করে যেগুলি মানের দিক থেকে সেরা এবং খরচের দিক থেকে সুবিধাজনক। তাছাড়া, বিশেষ কিছু থিমনির্ভর পরিষেবাও দিয়ে থাকে। প্রিয়া আর এক সুপরিচিত নাম, যা ভারতীয় রান্নাঘরে ঐতিহ্যশালী এবং প্রকৃত স্বাদ পৌঁছে দিয়ে আসছে। আচার, গুঁড়োমশলা, গোটামশলা, স্ন্যাকস, চটজলদি মিক্স থেকে শুরু করে অন্যান্য কাজের জিনিস এবং ডালজাতীয় জিনিসও সরবরাহ করে প্রিয়া। আর এক ব্যবসায়িক উদ্যোগ কলাঞ্জলী-কে রত্নভাণ্ডার বলা চলে। সযত্নে বেছে নেওয়া নানা শৈল্পিক জিনিস থেকে শুরু করে হাতের কাজের জিনিস, হাতে বোনা কাপড় সারা ভারত জুড়ে অবস্থিত বিভিন্ন শোরুম থেকে কেনাবেচা হয়। সুখীভব এক সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, যেখানে পরিচিত থেরাপির পাশাপাশি আরও নানা আধুনিক থেরাপির মাধ্যমে মানুষকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়।